শান্তিচুক্তি ভঙ্গ করে তালেবানের ওপর  হামলা করলো মার্কিন বাহিনী  

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৪ ২০২০, ১৮:২৫

একুশে জার্নাল ডেস্ক : 

আফগানিস্তানের তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কথিত শান্তি চুক্তি সই হওয়ার কয়েকদিন পরই তালেবানের ওপর মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে আজ (বুধবার) এই হামলা হয়।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট জানান, এটি ছিল মূলত প্রতিরক্ষামূলক হামলা। তালেবান আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ঠেকাতেই মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে।

কর্নেল সনি লেগেট বলেন, মার্কিন সামরিক বাহিনী তালেবানের সঙ্গে চুক্তি মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তবে আফগান সরকারি সেনাদের রক্ষা করাও তাদের দায়িত্ব। কর্নেল লেগেট বলেন, বিমান হামলার মাধ্যমে মার্কিন বাহিনী সেই দায়িত্বই পালন করেছে।

গত শনিবার কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকার এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি সই হয়। এরপরই প্রথম তালেবানদের ওপর হামলা করলো মার্কিন বাহিনী।