শাকিলের বিরুদ্ধে মামলা করতে গিয়ে হয়রানির শিকার ডা. তৃণা ইসলাম
একুশে জার্নাল
নভেম্বর ০৫ ২০২১, ১৯:০৩

ইলিয়াস সারোয়ার:
একাত্তর টিভির হেড অফ নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে গুলশান থানায় গতকাল রাতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন ডাক্তার তৃণা ইসলাম। গুলশান থানায় ৯-এর ১ ধারায় মামলাটি দায়ের হয়, যার মামলা নম্বর ৬।
মামলা করতে গিয়ে চরম হয়রানীর শিকার হয়েছেন তৃণা ইসলাম। মামলা দায়েরের সময় প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, তৃণাকে ঘন্টা চারেক বসিয়ে রেখেও মামলা নেয়া হচ্ছিলো না। তাছাড়া নানা টালবাহানার পর মামলা নিলেও এজাহারের কোন নথি ভিকটিম তৃণাকে দেয়া হয়নি। থানায় বসিয়ে রেখে মামলা নিতে সময়ক্ষেপণের সময় বিভিন্ন মহল থেকে তৃণার মোবাইলে একাধিক কল এসেছিলো।
ডাক্তার তৃণা ইসলাম গুলশান থানায় মামলার এজাহারের কপি চেয়েছিলেন। তাকে কপি তো দূরের কথা, এমনকি এজাহারের একটি ছবিও তুলতে দেয়া হয়নি।
গুলশান থানায় সাংবাদিকরা যোগাযোগ করলে রাতভর জানানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে। অথচ গতকাল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটেই নারী নির্যাতন দমন আইনে শাকিলের বিরুদ্ধে মামলা হয়েছে।
আমাদের প্রত্যক্ষদর্শী গোপনে সেই এজাহারের আংশিক ছবি তুলতে সমর্থ হন যা দর্শকদের জন্য যুক্ত করে দেয়া হলো। এই মামলা নিয়ে গুলশান পুলিশের আচরণ রহস্যজনক এবং বির্তকিত।
উল্লেখ করা যেতে পারে, কয়েক মাস আগেই মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় মামলা থেকে এক নম্বর আসামি সায়েম সোবহান আনভীরকে নির্দোষ দাবি করে আদালতে অব্যাহতি চেয়ে প্রতিবেদন দিয়েছিল এই গুলশান থানা পুলিশ।
নাগরিক টিভির এক রিপোর্টে বলা হয়, এদিকে ইতিমধ্যে তৃণা ইসলামের বিরুদ্ধে নানা অপপ্রচারে নেমেছেন শাকিল এবং একাত্তর টিভির লোকজন। তৃণা ইসলাম ব্যক্তিগত জীবনে খারাপ বা ভালো, সেটার চেয়েও বড় কথা এই ঘটনায় তৃণা ইসলাম একজন ভিকটিম। একজন হুইসেল ব্লোয়ার। বাংলাদেশের মিডিয়ায় কাজ করা অনেক নারীই বসের নিপীড়নের শিকার হন। কয়জন এভাবে বিচার চাইতে পারে? সাহস নিয়ে দাঁড়িয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে কথা বলতে পারে? যারা তৃণাকে আক্রমণ করে ভিকটিম ব্লেমিং দিচ্ছেন, তাদের উপরও নজর রাখছে করাপশন ইন মিডিয়া ও নাগরিক টিভি।
জানা গিয়েছে, শাকিল আহমেদের স্ত্রী প্রভাবশালী সাংবাদিক ফারজানা রুপা এবং একাত্তর টিভির পরিচালক মোজাম্মেল বাবু এই ঘটনায় শাকিলের পক্ষ নিয়ে কাজ করছে। একজন ক্যান্সারের রোগী, একজন মেধাবী ডাক্তার, একজন তৃণা ইসলাম এই প্রভাবশালী মাফিয়াদের ভয়ে শংকিত। ন্যায় বিচার পাবেন কিনা সেটা নিয়েও শংকিত। তিনি বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।