শহীদ মুরসীর জন্য ‘নহে মৃত্যু তব’
একুশে জার্নাল ডটকম
জুন ১৮ ২০১৯, ২১:০৮
মুহাম্মাদ গোলাম রব্বানী ইসলামাবাদী
কে বলে তুমি নেই?
তুমি আছ স্বৈরাচারের বন্দীশালার প্রতিটি কারার লৌহকপাট ভাঙ্গার শব্দে,
তুমি আছ ফেসিস্ট-দুনিয়ার প্রতিটি অত্যাচারের বাঁধভাঙা অব্দে।
মুরসী, তুমি মরোনি মাটির পৃথিবীতে, পৃথিবী মরেছে তোমার প্রত্যয়ে,
হাজার মুরসীর নব-জন্মদানে দেখি অপলক, নবচেতনার অব্যয়ে।
যুগেযুগে তুমি আস স্বৈরাচারের শিকলভাঙ্গার গানে–সহস্র প্রাণে,
এক মুরসীর ইন্তিকাল, জ্বালায় অযুত মুরসীর উল্লাস আর মশালে।
আমরা কেবল রয়ে গেলাম আসল মূূর্দার জামাআত: ভীরু স্বপ্নবাজ,
বিলাস-বসনে, নিদ্রার দুয়ারে নাকডাকা-জীবন, নেই লাজ।
আজ হোক মুরসী! তোমার আত্মদানে জীবন্ত, হাজার প্রদিবাদীর অন্তর,
নব-গোসলের খুশবুতে হোক তাই সৃষ্টি এক বদরের প্রান্তর।
কারার লৌহকপাট তোমায় দেয় সালাম আজ আপোষহীন মিনারে,
আজ তুমি জয়ী হলে, পরাজিত হলো স্বৈরাচার, পাপের অন্ধকারে।