শহীদ আরমান দিবস উপলক্ষে ইসলামী ছাত্র মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুন ৩০ ২০২০, ১৯:২৪

কে এম ইমরান হোসাইন: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রথম শহীদ, তাসলিমা নাসরীন বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী শহিদ আরমানের স্মরণে ভার্চুয়াল আলোচনা সভা ৩০ জুন, বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুল কাদির সালেহ, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা মুহাম্মদ আজিজুল হক, খেলাফত মজলিসে ঢাকা মহানগরী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আজিজুল হক।
এছাড়াও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইনের পরিচালনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহীন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় অফিস ও স্কুল কার্যক্রম সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।