শহীদ আবরার ফাহাদ স্মরণে ইশা ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৭ ২০২০, ২১:১৭
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের পথিকৃত দেশপ্রেমিক শহীদ আবরার ফাহাদ এর স্মরণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ আইএসসি এ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল-এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল আমিন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, অফিস ও যোগাযোগ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনি, কলেজ সম্পাদক এম এ হাসিব গোলদার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সদস্য মুনতাসির আহমাদ প্রমুখ।