শহীদদের স্মরণে সিলেটে ইসলামী আন্দোলনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৬ ২০১৯, ২৩:০২

স্বাধীনতা সংগ্রামে দেশের তরে আত্মত্যাগকারী মহান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৬ ডিসেম্বর ২০১৯ রোজ সোমবার, দুপুর ২টায় বন্দরবাজারস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতী মাওলানা সাঈদ আহমদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা আসআদ উদ্দীনের পরিচালনায় আলোচনা, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্তিত ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব নযীর আহমদ, সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা সংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দীন,
জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ নোমান আহমদ ফাহাদ, নগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস শহীদ,ইসলামী যুব আন্দোলন সভাপতি মুফতি শিহাব উদ্দীন,ইসলামী আন্দোলন নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, নগর মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাঈন উদ্দীন,জেলা আন্দোলন সহকারী অর্থ সম্পাদক হাফিজ জালাল উদ্দীন, যুব আন্দোলন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির চৌঃ রাকিব,ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলন কোতোয়ালি থানার সভাপতি মোঃআনোয়ার হুসেন,ইসলামী আন্দোলন কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হুসেন সহ- বাংলাদেশ সিলেট মহানগর আওতাধীন থানা শাখার নেতৃবৃন্দ।