শহিদ দিবসে সিলেট বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২১ ২০২২, ১৫:৪৪

তানজিল হোসেন, গোয়াইনঘাট: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

২১ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০ ঘটিকায় সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সামসুল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন -এর সহ সভাপতি এটিএম বদরুল ইসলাম, হেলেন আহমেদ, মোঃ ময়নুল ইসলাম, শফিউল আলম জুয়েল, সাধারণ সম্পাদক ফেরদৌস খান, সহ-সাধারণ সম্পাদক শামীম আল মামুন, ভানু লাল দাশ, বিধুভূষন চক্রবর্তী, সহ-সাংগঠনিক তফজ্জুল হোসেন, কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ জামাল আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাফরুজা আক্তার মৌসুমি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধুরী গুন, সহ-প্রশিক্ষণ সম্পাদক তুহিন আহমদ চৌধূরী। এছাড়াও কার্যকরী সদস্য শাহ আলম, রুহেল চৌধুরী, জাকির হোসন, আব্দুল হক লিমন, সুহেল চৌধুরী, সরওয়ার হোসেন সেদু, রোকসানা পারভীন, শাহেদা আক্তার, শেলি রানী ও শিরিন আক্তার প্রমুখ ।