শহিদ তিতুমীরের ২২৭তম জন্মদিন আজ
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৭ ২০১৯, ০৭:২০
একুশে জার্নাল: তিতুমীর একটি বিজয়ের নাম।যিনি ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা। তার পুরো নাম নিসার আলী তিতুমীর। আজ তার ২২৭তম জন্মদিন। ১৭৮২ সালে আজকের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলার হায়দারপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
১৮২৭ সালে তিতুমীর নিজ গ্রামের দরিদ্র কৃষকদের নিয়ে জমিদার ও ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ১৮৩১ সালের ২৩ অক্টোবর বারাসতের নারিকেলবাড়িয়া গ্রামে তিনি বাঁশের কেল্লা তৈরি করে চব্বিশপরগনা, নদীয়া ও ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করেন। জমিদার ও ব্রিটিশ বাহিনী তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরাজিত হয়। বারাসতের বিদ্রোহে প্রায় ৮৩ হাজার কৃষকসেনা তিতুমীরের পক্ষে যুদ্ধ করেন।১৮৩১ সালের ১৩ নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময়ে তিতুমীর স্বাধীনতা ঘোষণায় বলেন, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে হারজিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক। এই লড়াই শেষ লড়াই নয়। আমাদের লড়াইয়ের প্রেরণায় এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে।