শর্ট সার্কিটে ভস্মীভূত ফোমের গুদাম
একুশে জার্নাল
মার্চ ০৬ ২০২০, ১১:০০
চট্টগ্রাম নগরীর পতেঙ্গার চরপাড়ায় আফসানা এন্টারপ্রাইজ নামে একটি ফোমের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গত রোববার ভোর ৫ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইপিজেড ফায়ার সার্ভিসের উপ -সহকারী পরিচালক শামসুল আলম আজাদীকে জানান,কর্ণফুলী ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন,এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।