শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৭ ২০২০, ১৫:১০

অদ্য ০৬/০৩/২০২০ খ্রিঃ দুপুর ১২ :৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর।
এ সময় উপস্থিত ছিলেন জনাব এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), শরীয়তপুর, জনাব তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আদনান, জনাব আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুরসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
শরীয়তপুর জেলা পুলিশের ফেব্রুয়ারি/২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান নিম্নে: ফেব্রুয়ারি/২০২০ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা- ৩৯ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ৩৭৮ জন, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ১৩,৪০০/- টাকা এবং সর্বমোট- ১ কেজি ১১০ গ্রাম গাজা, ১,১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার।