শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৫ ২০২০, ১৮:৫৮

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে শরীয়তপুর জেলা কে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদের সুপারিশক্রমে বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২ টায় এ সিদ্ধান্ত গ্রহণ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, লকডাউন কালীন সময়ে জাতীয়, আঞ্চলিক/মহাসড়ক ও নৌপথে বা অন্য কোন জেলা থেকে শরীয়তপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য জেলা যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়াও সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে শরীয়তপুর জেলার ওপর দিয়ে অন্যান্য জেলার আন্ত:যোগাযোগ লকডাউনের আওতা বাইরে থাকবে।
তবে জেলা ও উপজেলার যেকোনো সীমানা দিয়ে শরীয়তপুর জেলায় যানবাহন প্রবেশ ও জেলা থেকে প্রস্থান বন্ধ থাকবে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ সিধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ইয়ামিন কাদের নিলয়/ একুশে জার্নাল