শরীয়তপুরে স্কুলে অনুপস্থিত থাকায় ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক
একুশে জার্নাল ডটকম
মার্চ ১২ ২০২০, ১২:৫৫
ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা
এক সপ্তাহ বিদ্যালয় অনুপস্থিত থাকায় শরীয়তপুরে অনিক শিকদার (১৩) নামে এক স্কুলছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক প্রধান শিক্ষক। আহত ওই ছাত্র শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর সদর হাসপাতালে ওই ছাত্রকে ভর্তি করা হয়।
আহত অনিক শিকদার (১৩) সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ছোট বিনোদপুর পশ্চিমপাড় গ্রামের দুবাই প্রবাসী রফিকুল ইসলাম শিকদার ও নিলুফা ইয়াসমিন দম্পতির ছেলে। সে চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আর অভিযুক্ত হারুন-আর-রশিদ বাঘা মাস্টার (৫৫) একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আহত ছাত্র অনিক জানায়, ‘আমি নানা বাড়িতে বেড়াতে গেলে অসুস্থ হয়ে পরি। সুস্থ হলে এক সপ্তাহ পর বিদ্যালয়ে আসি। ক্লাস চলাকালীন সময় আমাকে দাঁড় করায় প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ স্যার। তখন অসুস্থ ছিলাম তাই আসতে পারি নাই বললে, আমাকে বাঁশের কঞ্চি দিয়ে পেটাতে শুরু করেন’।
অনিকের মা বলেন, আমার ছেলেকে অনেক মারধর করেছে। তাই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছি। আমি থানায় জিডি করেছি। জিডি করায় আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ওই শিক্ষক। আমি ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পালং মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ছাত্রকে মারধরের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ছাত্রর মা। এ বিষয়ে আদালতকে আমি অবহিত করেছি। আদালতের অনুমতি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুর রহমান শেখ বলেন, এ ব্যাপারে আমার কাছে ও থানায় একটি অভিযোগ করেছে ওই ছাত্রর মা। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।