শরীয়তপুরে নতুন করোনা আক্রান্ত ১৬ জন, মোট ১৫৫

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৫ ২০২০, ০৯:৫১

ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি: বৃহস্পতিবারে নতুন করে শরীয়তপুরে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আক্রান্তরা হলেন শরীয়তপুর সদর পৌরসভায় ৩জন, চিকন্দি ১জন, আঙ্গারিয়া ১জন,জাজিরা পৌরসভায় ১ জন, বড়কান্দি ইউনিয়নে ১জন, সেনেরচর ইউনিয়নে ১জন।ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক ১জন, আরশিনগর ইউনিয়নে ১জন, মহিষার ইউনিয়নে ১জন। গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ২জন, নাগেরপাড়া ইউনিয়নে ১জন। ডামুড্যা পৌরসভার ১ জন। নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৫ জনে দা‍ঁড়িয়েছে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৬৮ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে রয়েছে ১জন।