শরীয়তপুরে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা
একুশে জার্নাল ডটকম
মে ০৪ ২০২০, ১৪:১৩

ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
সারা দেশের মতো শরীয়তপুরেও প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। শরীয়তপুরে আজ নতুন করে আরও চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৯ জন।
ইতিমধ্যে শরীয়তপুর জেলাকে লকডাউন করা হলেও তা কেবলমাত্র কাগজ-কলমেই সীমাবদ্ধ। বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। লকডাউন ও সরকারের নির্দেশনা মানা হচ্ছে না কিছুতেই!
পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বরাবরই হাট-বাজার, পাড়া-মহল্লাসহ সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষের সমাগম ও গণজমায়েত। প্রয়োজনে অপ্রয়োজনে বাসা থেকে বেড়িয়ে আসলেও চলা ফেরায় মানছেন না কোনও সামাজিক দূরত্ব।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ।