শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় পুলিশ লাইনে ৮ জনসহ মোট আক্রান্ত ৪৩
একুশে জার্নাল ডটকম
জুন ১৪ ২০২০, ২১:৫২
ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি;
শরীয়তপুরে দ্রুত গতি নিয়ে বেড়ে যাচ্ছে করোনায় আক্রান্ত নতুন নতুন রোগীর সংখ্যা,এরি মধ্যে আজ ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৪৩ জন।এর মধ্যে রয়েছে শরীয়তপুর পুলিশ লাইনের ৮ জনসহ সদর পৌরসভায় ৯ জন,রুদ্রকর ২ জন,জাজিরা বড় কান্দী ইউনিয়নের ৬ জন,মুলনা রয়েছে ২ জন,জাজিরা পৌরসভার ১ জন,বিলাশপুর রয়েছে ১ জন,এদিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ৫ জন,পৌরসভার ৪ জন,ডামুড্যা উপজেলার স্বাস্থ কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার সহ পৌরসভায় ৪ জন,পূর্ব ডামুড্যা ১ জন,শিধলকুড়া ১ জন,নড়িয়া চামটা ইউনিয়নে ৩ জন,ভোজেশ্বর ইউনিয়নে ১ জন,গোসাইরহাট ইদিলপুর ইউনিয়নের ১ জন,নাগের পাড়া ১ জন,ও আলাওলপুর ১ জন।
এতে এখন জেলায় মোট আক্রান্ত রোগী ২৪৭ জন।এদিকে জেলায় মোট সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এ পর্যন্ত মোট ১০৯ জন। এ যাবৎ এ রোগে জেলায় মৃত্যু হয়েছে মোট ৪ জনের। এদিকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ভর্তি আছে মোট ৪ জন,ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে মোট ৫ জন। এ পর্যন্ত জেলায় মোট সন্দেহ ভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৩৮৬৯ টি,এবং ফলাফল হাতে এসেছে মোট ৩৫৫০ টি।বিষয় গুলো নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও ফোকাল পার্সন ডাঃ মোঃ আবদুর রশিদ।