শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে জরিমানা
একুশে জার্নাল
জুন ১৪ ২০২০, ০২:৪৮
শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন আজ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মেনে চলার দায়ে ডামুড্যা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ২২০০ টাকা জরিমানা করেছেন।
ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন বলেন,চলমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য দিন রাত কাজ করছি,আজ মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মেনে চলার দায়ে ডামুড্যা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ২২০০ টাকা জরিমানা করেছি এবং সবাই কে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেছি।সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ও দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা পালন করার জন্য দিন রাত পরিশ্রম করে সর্বোচ্চভাবে পালন করার চেষ্টা করছি।করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মতে প্রতিনিয়ত কাজ করে করে যাবো।সাধারন জনগন যেনো করোনা ভাইরাস থেকে রক্ষা পায় এবং সতর্কতা অবলম্বন করে সে জন্য দিন রাত পরিশ্রম করে দায়িত্ব পালন করবো।ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।সাধারন জনগন যেনো সুরক্ষিত থাকে এই বিপর্যয় থেকে রক্ষা পায় সে জন্য আমি সর্বদা যুদ্ধ করে যাবো দেশ ও মানুষের জন্য।