শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০২০, ১৩:০৮

ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে বেশি দামে পিয়াজ বিক্রি করার অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করেছে। আজ (২০ মার্চ) দুপুরে ডামুড্যা বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি কাঁচামালের দোকানে অভিযান পরিচালানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সকল দোকানিকে সর্তক করে বলা হয়, যারা করোনা ভাইরাসকে পুজি করে যে ব্যবসায়ীরা পন্যের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুলাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার এস আই মোঃ মাসুদ মিয়া ও পুলিশের একটি টিম।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুলাহ আল মামুন বলেন, যারাই পন্যের দাম অস্বাভাবিক ভাবে দাম বাড়াবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর পূ্র্বে একই আদালত কনেশ্বর ইউনিয়নের ধনই গ্রামে সদ্য প্রবাস ফেরত নাগরিকদের বাড়ি বাড়ি যেয়ে তাদের কঠোরভাবে সতর্ক করা হয় তারা যেন ১৪ দিন না বাড়ির বাহিরে না যান। এবং একজন প্রবাসী নিয়ম না মেনে জনসাধারণের সাথে চলাফেরা করায় তাকে ৫০০০ টাকা জরিমানা করা হয়