শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের পিপিই ও স্যানিটাইজার বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০৭ ২০২০, ১৫:৫০

ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি: আজ শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক ডামুড্যা উপজেলা প্রশাসন সাংবাদিক ও সেচ্ছাসেবকদের মাঝে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর পক্ষ থেকে শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ও শরীয়তপুর জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়ামিন কাদের নিলয়, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার জনাব মর্তুজা আল-মূঈদ,‌ সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মামুন, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবিব বাচ্চু ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, সাংবাদিক শফিকুর রহমান সোহেল, হানিফ কামাল, কালাম সরদার ও সেচ্ছাসেবকদের কাছে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।

এসময় শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি সমাজ সেবক এস এম আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, আমি লকডাউনের কারণে ঢাকা থেকে আসতে পারছি না। আমি ঢাকায় বসে যতটুকু পারছি তাই করার চেষ্টা করছি।

তিনি বলেন, আমাদের সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিকালে সাধারন খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় দেশের সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে শরীয়তপুরের বিভিন্ন উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন এলাকায় আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক ও সেচ্ছাসেবকদের পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে যাচ্ছি। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।

সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এগিয়ে আসুন দেশের এই ক্লান্তিকালে। মানুষ মানুষের জন্য। আপনারা কেউ চাইলে আমাদের সঙ্গে শরীক হতে পারেন। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।