শরীয়তপুরে ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা ভাইরাস শনাক্ত
একুশে জার্নাল ডটকম
জুন ১১ ২০২০, ০০:০০
ইয়ামিন কাদের নিলয়,শরীয়তপুর জেলা প্রতিনিধি;
শরীয়তপুরে প্রতিনিয়ত বাড়ছে করােনা রােগীর সংখ্যা।আজ বুধবার শরীয়তপুর জেলায় নতুন করে আরো ১৫ জনের করােনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৮ জন। শরীয়তপুর জেলার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ এ তথ্য নিশ্চিত করেন।গত ২৪ ঘণ্টায় নতুন সনাক্তরা হলেন শরীয়তপুর সদর পৌরসভায়- ০৬ জন, নড়িয়া পৌরসভায়- ০৫ জন, মোক্তারেরচর ইউনিয়নে- ০১ জন, কেদারপুর ইউনিয়নে- ০১ জন; ভেদরগঞ্জ পৌরসভায়- ০২ জন সহ মোট ১৫ জন। উল্লেখ্য, এ পর্যন্ত শরীয়তপুরে আজকের এ ১৫ জন নিয়ে পূর্বের ১৮৩ জনসহ মোট সনাক্ত- ১৯৮ জন। গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন কোনো সুস্থ হয়নি।এর আগে মোট সুস্থ হয়েছে- ১০৯ জন এবং মৃত্যুবরণ করেছে ০৪ জন করোনা আক্রান্ত রোগী।শরীয়তপুর জেলায় করোনার ভাইরাস সন্দেহভাজনের নমুনা সংগৃহীত করা হয়েছে।
করোনা ভাইরাস পজিটিভ ব্যক্তিদের সংস্পর্ষে যারা এসেছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের কে ‘ফাইন্ড আউট’ করে আইসোলেশনে পাঠানো হচ্ছে। এবং বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।