শরীয়তপুরে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রেকর্ড ৩৬ জনসহ মৃত ১ জন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৯ ২০২০, ২১:০২

ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি;

শরীয়তপুরে প্রতিনিয়ত বাড়ছে করােনা রােগীর সংখ্যা। বৃহস্পতিবার জেলায় নতুন করে আরো সর্বোচ্চ ৩৬ জনের করােনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২১ জন।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৪ ঘণ্টায় শরীয়তপুর সদর উপজেলার ডােমসার ইউপিতে ১৩ জন, রুদ্রকর ইউপিতে দুইজন ও পৌরসভায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গােসাইরহাটের আলাওলপুর ইউপিতে সাতজন, ইদিলপুর ইউপিতে একজন, জাজিরা উপজেলার নাওডোবা ইউপিতে একজন, জাজিরা পৌরসভায় তিনজন, নড়িয়া উপজেলার ভােজেশ্বর ইউপিতে একজন, ভিঙ্গামানিক ইউপিতে একজন, ফতেহজজেপুর ইউপিতে একজন, ভামুড্যা উপজেলার সিড্যা ইউপিতে তিনজন, ডামুড্যা পৌরসভায় একজন, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউপিতে একজনসহ ৩৬ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ১২ নারী, একজন ছেলে শিশু ও একজন মেয়ে শিশু রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের ঢাকা ভ্রমণের ইতিহাস রয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগে আক্রান্ত রােগীর সংখ্যা ১২১ জন। এ পর্যন্ত জেলায় মােট ২৫২১ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে। এর মধ্যে ২৩৭৬ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। ৪৬ জন রােগীকে সুস্থ ঘােষণা করা হয়েছে। করােনা উপসর্গ নিয়ে একজন সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসােলেশনে রয়েছেন।এছাড়াও শরীয়তপুরে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে ৭ জনের করোনা শনাক্ত হওয়ায়। বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (২৮ মে) দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।জানা যায়, নারায়ণগঞ্জ থেকে রানা (১৯) নামে এক যুবক সম্প্রতি গ্রামে ফিরে স্থানীয় জালালপুরের টেকপাড় বাজারে এক দোকানে কাজ নেয়। গ্রামে ফিরা ওই কিশোরের করোনা পজিটিভ ছিলো। নারায়ণগঞ্জে থাকতে তার স্যাম্পল পরীক্ষা হয়েছিলো। কিন্তু গ্রামে গিয়ে সে বিষয়টা গোপন রেখে দোকানে কাজ নেয়।ওই দোকানেরই মালিক মুহা. সিরাজ দেওয়ান (৫২) ঈদের পরেরদিন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এতে সিরাজ দেওয়ানের বাড়ি লকডাউন করা হয়েছে এবং দুই দফায় সংস্পর্ষে আসা পরিবারের সবার স্যাম্পল নেওয়া হয়েছে।