শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্কুলছাত্র গ্রেফতার
একুশে জার্নাল
জুন ২১ ২০২০, ২০:৫৯
কামরুজ্জামান, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের আফতাব উদ্দিন সরকার কান্দি গ্রামে ঘটনাটি ঘটে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়ে টিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, ধর্ষিতা (১২) স্থানীয় চরচান্দা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও কৃষক দুলাল মোল্লার মেয়ে। এ ঘটনায় থানায় মামলা করতে চাওয়ায় ধর্ষিতার পরিবারকে হুমকি দিচ্ছে ধর্ষকের পরিবার।
সোমবার [১৫ জুন] মাদ্রাসা ছত্রীর পরিবার ও স্থানীয় লোকজনদের সঙ্গে আলাপকালে তারা বলেন, দুপুরের দিকে মেয়েটি গোসল করার জন্য বাড়ি থেকে খালে যাচ্ছিল যাওয়ার পথে পাশের বাড়ির মোহাম্মদউল্লাহ সরকার কান্দি গ্রামের ইয়াছিন মালের ছেলে জয়নাব মাল (১৬) পূর্বে থেকে ওৎ পেতেছিল, মেয়েটি যাওয়ার সময় তার মুখে গামছা বেধে টেনে হিঁচড়ে পাসের জঙ্গলে নিয়ে যায়।
গামছা দিয়ে মুখ বাধা অবস্থায় মেয়েটির জামাকাপড় ছিড়ে এবং জোর করে তাকে ধর্ষণ করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি সবাইকে বলার পরে আবার অজ্ঞান হয়ে যায়। বিষয়টি প্রথমে জয়নাবের পড়িবার, পরে স্থানীয় ইউনিয়নের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানায় মেয়েটির পরিবার। ধর্ষণের পর থেকে ধর্ষক পলাতক রয়েছে বলে জানান ওই মেয়েটির পরিবার ও স্বজনরা।
ভোক্তভুগী পরিবারের অভিযোগ, ঘটনার পর বিচারের আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে স্থানীয় মেম্বার ও অসাধু চক্র। ফলে সোমবারে ঘটনার পর বুধবার মেয়ের বাবা বাদি হয়ে সখিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় বুধবার রাতে থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করেছেন ধর্ষিতার পরিবার। এবং আমরা আসামিকে কার্তিকপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।