শমী কায়সারের বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানি মামলা
একুশে জার্নাল
এপ্রিল ৩০ ২০১৯, ১৮:৩৫

সাংবাদিকদের সাথে অশোভন আচরণের অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানির মামলা করেছেন স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাচান।
মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্তি মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি গ্রহণ করে রমনা থানাকে তদন্তের নির্দেশ দেয়। ১৬ জুনের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মামলায় বলা হয়েছে ,গত ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অর্ধশত ক্যামেরা এবং শতাধিক মানুষের সামনে চুরি হয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সারের দুটি স্মার্টফোন। এ সময় তিনি সাংবাদিকরা মোবাইল চুরি করেছে বলে অভিযোগ করেন এবং তার নিরাপত্তাকর্মীদের দিয়ে সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করান।