শনিবার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা
একুশে জার্নাল
ডিসেম্বর ২৮ ২০১৮, ০৯:০৮
একুশে জার্নাল নিউজ: শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা ২৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টায়, জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। তিনি জানান ‘সহকারী শিক্ষক’ পদে ৮০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষাসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। পোস্টালসহ যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্ধারিত তারিখের ভেতরে আবেদনপত্র জমা দিয়েছেন শুধুমাত্র এসব প্রার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণের সুযেগ পাবেন। লিখিত পরীক্ষা নেওয়া হবে বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে।
প্রশ্ন করা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে। প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১। লিখিত পরীক্ষায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় থেকেও প্রশ্ন আসবে। থাকবে নেগেটিভ মার্কিং। একটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। ফলে চারটি প্রশ্নের ভুল উত্তর দিলে ১ নম্বর কাটা যাবে এমসিকিউ প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ৮০ মিনিট। অর্থাৎ প্রতিটি প্রশ্নে পাওয়া যাবে এক মিনিট।
প্রয়োজনে: প্রিন্সিপাল: 01732-096412 ও
ভাইস প্রিন্সিপাল ০১৭৪১-৪৩৮৭২৪ এর নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।