শনিবার থেকে পূর্বের রুটিন মত পরীক্ষা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৫ ২০১৯, ২৩:০৬

একুশে জার্নাল ডটকম
বৃহস্পতিবারের আবু দাউদপরীক্ষা হবে ১লা মে বুধবার সকালে ৷
শুক্রবারের তাহাবী পরীক্ষা হবে ২রা মে বৃহস্পতিবার বিকালে ৷
শনিবার থেকে আগের রুটিন মত পরীক্ষা হবে।
পরীক্ষা শুরুর পূর্ব মুহূর্তে তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রশ্নপত্র সকল কেন্দ্রের নেগরানে আলার নিকট পাঠানো হবে।
তথ্যসূত্র:
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
সদস্য, আল-হাইআতুল উলইয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ