শতাধিক মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৭ ২০২০, ১৭:৪৩

৭ই এপ্রিল, মঙ্গলবার রাঙ্গামাটি শহরের বিভিন্ন জায়গায় গৃহবন্দি বিভিন্ন শ্রমজীবী দিনমজুর শতাধিক মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছায় দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণকালে ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা সাবেক সভাপতি,ও উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দীন বলেন, মহামারী করোনার প্রকোপ ছড়িয়েছে বাংলাদেশেও, করোনায় সবাই ঘরবন্দী। সামর্থবান লোকদের জন্য এ সঙ্কটময় সময় সহজে পার হলেও দিনমজুর, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে।
করোনা ভাইরাস মহামারীর কারণে কর্মহীন দিনমজুর অসহায় দরিদ্র মানুষের মাঝে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলার পক্ষ থেকে উপহার স্বরুপ শতাধিক পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নাসির হোসেন,জয়েন্ট সেক্রেটারী দিদারুল ইসলাম,ইসলামীযুব আন্দোলন জেলা সভাপতি ইসমাইল হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সহ সভাপতি ইমাম হোসাইন।