লোকে লোকারণ্য টাঙ্গাইল শহর
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ০৩ ২০১৮, ১৪:৩৬
নাহিদ নজরুল: গত শনিবার ইজতেমা ময়দানে কর্মরত নীরিহ মাদরাসার ছাত্র,আলেম-উলামা
ও তাবলীগী সাথিভাইদের উপর
ভ্রান্ত সা’দ অনুসারী ওয়াসিফ,নাসীম ও এরতেজা গং কর্তৃক ন্যাক্কারজনক হামলা ও হত্যার প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবীতে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদ এর সভাপতি রাহবারে মিল্লাত আল্লামা আব্দুল আজীজ দাঃ বাঃ ও টাঙ্গাইল জেলা তাবলীগ জামাতের
মোহতারাম আমীর আল্লামা আব্দুল হাই দাঃ বাঃ সম্মিলিত নেতৃত্বে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে সমাবেশ, বিক্ষোভ মিছিল করা হয়!
বিক্ষোভ মিছিল ও সমাবেশ সকাল ১০ টা থেকে শুরু হয়ে
বেলা দুইটার আগ পর্যন্ত চলে।
সকাল ১০ টা থেকেই
পাঁচটি জোন থেকে হাজার তৌহিদী জনতা,আলেম-উলামা,তাবলীগী সাথি ও কওমী ছাত্ররা জমায়েত শুরু করে শহীদ মিনার চত্বরে। এক পর্যায়ে লোকে লোকারণ্যে পরিনত হয় টাঙ্গাইল শহর।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহরের
ধূলেরচর,বোয়ালী,গোরস্থান মাদরাসা
সহ মধুপুর,ধনবাড়ী,গোপালপুর,ঘাটাইল,
কালিহাতী,ভূয়াপুর,সখিপুর,বাসাইল
নাগরপু্র দেলদুয়ার ও আশেপাশের বিভিন্ন মাদরাসার মোহতামীম ও শাইখুল হাদিস।
মুফতী আব্দুর রহমানের পরিচালনায়
সমাবেশে বক্তারা দাবী করেন অবিলম্বে ওয়াসিফ,নাসিম ও এদের পৃষ্টপোষক ফরিদ উদ্দীন মাসউদকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
অতঃপর জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়েই সমাপ্ত ঘোষণা করা হয়