লেসিসটারে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় লন্ডনের তানভীর-জাহেদ জুটি চ্যাম্পিয়ন
একুশে জার্নাল
অক্টোবর ২১ ২০১৯, ১৯:৪০
লন্ডন প্রতিনিধি: মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ এবং খেলাধূলা মানুষকে বিনোদনের পাশাপাশি মাদক, ইভটিজিং সহ নানা অপকর্ম থেকে দূরে রাখে। যুক্তরাজ্যের
লেসিসটার ব্যাডমিন্টন স্পোর্টস ক্লাবের উদ্যেগে এক বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ গত ২০শে অক্টোবর রবিবার স্থানীয় ক্রাউন হিল কমিউনিটি কলেজে লেসিসটার সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৪০টি টিম অংশ গ্রহণ করে, তন্মধ্যে লন্ডনের তানভীর ও জাহেদ জুটি এবং বার্মিংহামের লিমন ও আকরাম জুটির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় লন্ডনের তানভীর সিদ্দিকি,মোহাম্মদ জাহেদ জুটি বার্মিংহাম এর লিমন ,আকরাম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন। খেলায় রানার্স আপ হওয়ার গৌরভ অর্জন করতে সক্ষম হয় বার্মিংহামের মিলন-আকরাম জুটি ।
খেলা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে প্রাইজমানি ও কাপ বিতরণ করেন ক্লাবের চেয়ারম্যান টিপু আহমদ,সাধারণ সম্পাদক আমির হোসাইন,প্রমুখ।