লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ৩১ ২০২০, ২২:৩৭

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসাবে সাবেক কূটনীতিক মুস্তফা আদিবের নাম ঘোষণা করা হয়েছে।

লেবাননের বেশিরভাগ এমপি’র সমর্থন পেয়ে তিনি সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী মনোনীত হন। জার্মানিতে নিযুক্ত লেবাননের সাবেক রাষ্ট্রদূত ছিলেন আদিব।

বৈরুতে প্রেসিডেন্ট প্যালেসে অনুষ্ঠিত ভোটে ১২০ এমপির মধ্যে ৯০ সদস্যই মুস্তফা আদিবের পক্ষে ভোট দেন। নাম ঘোষণার পর আদিব বলেন, লেবাননে অতি দ্রুত সরকার গঠনের পাশাপাশি ভঙ্গুর অর্থনীতিকে গড়ে তোলার কাজ করে যাবেন তিনি।

গত ৪ঠা আগস্ট রাজধানী বৈরুতে রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দু’শো মানুষ মারা যান। পরে লেবাননবাসীর বিক্ষোভের মুখে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকার।

এদিকে লেবাননের অর্থনৈতিক সংকট সামলে দ্রুতই কাঙ্খিত পরিবর্তন নিয়ে আসার জন্য তাগাদা দিতে দেশটিতে সোমবার দ্বিতীয়বারের মতো সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।