লেখক শাহিদ হাতিমীর পিতার ইন্তেকালে আবদুল মতীন ফাউন্ডেশনের শোক প্রকাশ
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০২ ২০১৯, ১৩:৩০
লেখক-সাংবাদিক, শিক্ষক ও সংগঠক, পুষ্পকলি সাহিত্য সংঘের সম্পাদক, মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেটের তথ্য ও প্রকাশনা সম্পাদক শাহিদ হাতিমীর পিতা আব্দুস সালাম ইন্তেকাল করেছেন।
গতকাল ১লা অক্টোবর মঙ্গলবার বাদ জুহর সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন-ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আবদুস সালাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাওলানা আবদুল মতীন ফাউন্ডেশন, সিলেটের সভাপতি এডভোকেট হাসান আহমদ, সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মুুুফতি নুুুরুযযামান সাঈদ।
এক শোকবার্তায় ফাউন্ডেশন কর্মকর্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আল্লাহ্ তায়ালা জনাব আবদুস সালামকে যেন জান্নাতের উঁচু মাক্বাম ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, আমীন।
একুশে জার্নাল/ইএম