“লেখকদের আস্থা অর্জন করেছে জাতীয় লেখক পরিষদ”

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১১ ২০১৯, ১৯:৪৭

লেখকদের আস্থা অর্জন করেছে জাতীয় লেখক পরিষদ

-হবিগঞ্জে জাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক সভায় বক্তারা

গত ১০ অক্টোবর হবিগঞ্জের আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজ রেষ্টুরেন্টে জাতীয় লেখক পরিষদ হবিগঞ্জ জেলার প্রস্তুতিমূলক সভা আদর্শ সংবাদ সম্পাদক হাফেজ মাওলানা রিয়াদ আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম জাকী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখকদের আস্থা অর্জন করেছে জাতীয় লেখক পরিষদ। ইতিমধ্যে এ পরিষদ দেশ- বিদেশে প্রস্তুতি সভার মধ্য দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

হবিগঞ্জের লেখক সমাজ এ পরিষদের ব্যানারে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সভায় ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-
আহবায়ক মুফতি মুবাশ্বির আহমদ খান,যুগ্ন আহবায়ক – মাও.হা. রিয়াদ আল আসাদ, মাও.নিজাম উদ্দিন আল আদনান, মাও. জয়নাল আবেদীন, মাও. সাদিক আহমদ
মাও.মমশাদ হোসাইন আসগরী
মাও.মোশাহিদ আহমদ, মাও. সাঈদ আহমদ, মাও.মোহাম্মদ হোসাইন, মাও.আব্দুর রহমান আশরাফ, মাও.ফয়সল আহমদ, জনাব মামুন আহমদ। সদস্য সচিব হাফেজ তারিফ বিন শামস। সদস্যরা হলেন- মাও.আবুল হাসান, মাও.নুর হোসাইন ও মাও.আজিজুল হক প্রমুখ।