লীডসে প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহঃ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
অক্টোবর ২৫ ২০১৮, ১৬:৪৬
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর,ঐতিহ্যবাহী জামেয়া মাদানীয়া কাজিরবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আপোসহীন সংগ্রামী জননেতা আল্লামা হাবিবুর রহমান রহঃ স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস লীডস শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৩ অক্টোবর জয়তুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা শায়েখ সৈয়দ মশহুদ হুসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লিডস শাহজালাল মসজিদের ইমাম ও খতিব,জামেয়া মাদানীয়া কাজিরবাজার মাদ্রাসার সাবেক উস্তাদ শায়েখ মাওলানা শায়েখ আবুল হাসান ফয়সাল,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লীডস শাখার সভাপতি শায়েখ মাওলানা আবু তাহের ফারুকী,ইমাম মাওলানা আব্দুল মুহিত,বাংলাদেশ খেলাফত মজলিস লিডস শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ফয়েজ আহমদ,কমিউনিটি ব্যাক্তিত্ব সুহেল আহমদ,মুহাম্মদ জাকারিয়া,মাওলানা সোলায়মান আহমদ,প্রমুখ।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন,প্রিন্সিপাল হুজুর রহঃ ছিলেন বাতিল এর বিরুদ্ধে আপোসহীন এক সংগ্রামী বীরপুরুষ।তাহার ইন্তেকালে আমরা ইসলাম প্রিয় জনতার বিপ্লবী এক মহাবীর কে হারালাম।তিনি আমরন আল্লাহ দ্বীনের জন্য কাজ করে গেছেন।খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম,দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসার,নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন সহ ইসলাম ও মুসলমানদের জন্য তিনি যে অবদান ও ত্যাগ শিকার করে গেছেন তা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।পরিশেষে মরহুম প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহঃ এর দরজা বুলন্দির জন্য বিশেষ দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন লিডস শাহজালাল মসজিদের ইমাম ও খতিব,জামেয়া মাদানীয়া কাজিরবাজার মাদ্রাসার সাবেক উস্তাদ মাওলানা শায়েখ আবুল হাসান ফয়সাল।