লিসাসের ৮ম পাক্ষিক সাহিত্য আসর ও অফিস উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৪ ২০২০, ১৩:১৫
লিখনী সাহিত্য সংসদ (লিসাস) সুনামগঞ্জের ৮মপাক্ষিক সাহিত্য আসর অফিস উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বাদ আসর সুনামগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদস্থ লিসাসের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
লিসাস সভাপতি মুতিউর রাহমানের সভাপতিত্বে সম্পাদক মাহবুব সালমান ও সাহিত্য সম্পাদক মানসূর আহমাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজি ফাউন্ডেশন সুনামগঞ্জ-এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্যানুরাগী পীরজাদা সৈয়দ তালহা আলম।
লেখাপাঠে অংশ নেন কবি নেজাবুল হক, মাহবুব সালমান, আলমগীর হোসাইন, ছড়াকার ইমদাদ হোসেন, মাহফুয নাদীম, মানসুর আহমাদ প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাজুল হিদায়া সিলেটের শিক্ষাসচিব মানবতার বন্ধুখ্যাত বিশিষ্ট সমাজসেবী মাওলানা আবদুর রহমান কফিল, পূর্ব বাজার জামে মসজিদের ইমাম হাফিজ হারুনুর রশীদ, হাসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছড়াকার নেজাবুল হক, ছড়াকার ইমদাদ হোসেন, আমাদের সময় ডট কমের সম্পাদক আলমগীর হোসাইন, লিসাসের সহ- সাংগঠনিক সম্পাদক কাজী মুমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ছড়াকার ফখরুল হাসান, ছড়াকার শামীম আহমদ, ছড়াকার মাহফুজ নাদীম, আব্দুল্লাহ আল নোমান, কাউসার বিন হাসিব, মুরশেদ আহমদ প্রমুখ