লিভারপুল শিবিরে করোনার আঘাত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০১ ২০২০, ১৩:৫৮
ইংলিশ ক্লাব লিভারপুল শিবিরে আঘাত হানলো প্রাণঘাতী করোনা ভাইরাস। মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির স্প্যানিশ ফুটবলার থিয়াগো আলকান্তারা। চলতি মৌসুমে লিভারপুলে যোগ দেওয়া এ স্প্যানিশ মিডফিল্ডারের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
করোনার মৃদু উপসর্গ থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন আলকান্তারা। বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এমনটাই জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
২০০৯ সালে বার্সেলোনায় জার্সিতে অভিষেক হয় ২৯ বছর বয়সী আলকান্তারার। এরপর ২০১৩ সালে জার্মান দল বায়ার্ন মিউনিখে পাড়ি জমান তিনি। সাত মৌসুম কাটিয়ে চলতি মৌসুমে যোগ দেন লিভারপুলে।
গত ২০ সেপ্টেম্বর অলরেডদের জার্সিতে অভিষেক হয় স্প্যানিশ তারকার। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে ৭৫টি সফল পাস দেন তিনি। যা ইংলিশ লিগের ইতিহাসে অভিষেক ম্যাচে সর্বোচ্চ।
এদিকে শীতের মৌসুম শুরুর আগেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ইউরোপ জুড়ে। যার প্রভাব পড়েছে ফুটবল মাঠেও।
সবশেষ পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা ধরা পড়েছে বলে জানিয়েছে, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। মৌসুম শুরুর পর এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।