লিও জেলা ও ক্লাব প্রেসিডেন্ট’এর ইয়ার এন্ডিং প্রোগ্রাম সম্পন্ন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৮ ২০২০, ০০:২২

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি;

লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ ও ক্লাবস প্রেসিডেন্ট (২০১৯-২০) এর আয়োজনে ইয়ার এন্ডিং প্রোগ্রাম নগরির সিএলএফ চত্বরে অনুষ্ঠিত হয়।

“ভালবাসার উপহার ” শিরোনামে ৪০টি দুঃস্থ পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রি বিতরণের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে মেট্রোপলিটন লিও ক্লাবের সভাপতি ইসমাইল বিন আজিজ (আলভি) এর সঞ্চালনা ও লিও জেলা ৩১৫-বি৪ এর সভাপতি লিও শাহরিয়ার ইকবালের সভাপতিত্বে অনুস্টিত হয়।

এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন লিও ক্লাব চেয়ারম্যান লায়ন মেজবাহ উদ্দিন তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলার নবনির্বাচিত ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন একেএম নবিউল হক সুমন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি লায়ন সাইফুল করিম আরিফ,লিও জেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট এইচ এম হাকিম,ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও আফিফা ইসলাম,ডিস্ট্রিক্ট সেক্রেটারি ডেজিগনেটেড লিও জাহিদ হাসান আজাদ প্রেমন, ডিস্ট্রিক্ট ট্রেজারার ডেজিগনেটেড লিও ইরফান মোস্তাফা, ডিস্ট্রিক জয়েন্ট ট্রেজারার লিও দিপ্ত দে ও প্রেসিডেন্ট এডভাইজর লিও সাজ্জাদ আলি।

ক্লাব সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লিও আশরাফুল ইসলাম আসিফ, লিও মো শরিফ, লিও মাইনুল হাসনাত রাহাত, আবদুল্লাহ আল হাসান,লিও আরিফ মির্জা, লিও আকিব,লিও নূর হোসেন, লিও নূর খান,লিও সাজ্জাদ, লিও মুন্না শীল, লিও সিজারুল ইসলাম, লিও আরিফ সহ আরোও অনেকে।প্রোগ্রামের সমন্বয়ের দ্বায়িত্বে ছিলেন, লিও আশরাফুল ইসলাম আসিফ, লিও মাইনুল ইসলাম রাহাত

লিও ইসমাইল আজিজ বিন আলভি ও লিও মোঃশরিফ।