লিও জেলার ২৪তম অভিষেক অনুষ্ঠানের কমিটি ঘোষণা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০১ ২০২০, ১৩:৩১
মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি: লিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের “২৪ তম লিও জেলা অভিষেক-২০” কে সামনে রেখে জেলা কোষাধ্যক্ষ লিও ইরফান মোস্তফাকে চেয়ারম্যান করে কমিটি ঘোষণা করা হয়।
লিও জেলা সচিব লিও জাহিদ হাসান আজাদ প্রিমনের সঞ্চালনায় ও লিও জেলা সভাপতি লিও এইচ.এম. হাকিমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সবার উপরে মানবতা” ডাকের প্রবক্তা সম্মানিত জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য।
প্রধান অতিথি ওনার বক্তব্যে অভিষেক অনুষ্ঠানের কমিটি ঘোষণা করে লিওদের শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করে অভিষেক অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দ্বিতীয় জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী, জেলা ক্যাবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, লিও ক্লাবস্ চেয়ারম্যান লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, প্রাক্তন জেলা সভাপতি লায়ন সাইফুল করিম আরিফ, লিও জেলার যুগ্ন কোষাধ্যক্ষ লিও মেহেদী হাসান জনি, লিও জেলা ক্যাবিনেট সদস্যবৃন্দ সহ বিভিন্ন ক্লাব থেকে আগত অন্যান্য লিও নেতৃবৃন্দ।