লাখাইয়ে শিশুদের ঝগরাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন
একুশে জার্নাল
জুলাই ২২ ২০১৮, ০৯:৪০
লাখাই প্রতিনিধি।
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামে শিশুদের ঝগড়া কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়,
ওই গ্রামের আলম চানের ছেলের সাথে ভানুমতির ছেলের ঝগড়া হয়। এ নিয়ে দুই দলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরুতর অবস্থায় আলম চান (৪০), ভানুমতি (৪২), কৃষ্ণধন দাস (৩৫), বনবিহারী (৬০) ও স্বপ্না (২৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই এলাকায় থমথমে উত্তেজানা বিরাজ করছে।
এই এলাকায় যে কোন সময় আবারো মুখোমুখি সংঘর্ষ হবার আশংকা রয়েছে ।