লাকসামে ইশা ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৭ ২০১৯, ২৩:০১

 

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি:
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লাকসাম উপজেলা শাখার উদ্যোগে ২৭ মে সোমবার বিকাল ৩ টায় উপজেলা সভাপতি শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মাশালায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।

তিনি বলেন ভারসাম্য ও ইনসাফপূর্ণ সমাজ গঠন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। সমাজে যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা দূর করতে হলে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ শহিদুল্লাহ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাফিল মাহমুদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্লাহ আরেফী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইউসুফ আলী, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক রশিদ আহমদ রায়হান, কলেজ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লাকসাম উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ ইকবাল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কলেজ বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল সহ প্রমুখ নেতৃবৃন্দ।