লন্ডনে প্রিন্সিপাল হাবীবুর রহমান (রাঃ) এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল ১৬ নভেম্বর।
একুশে জার্নাল
নভেম্বর ০৫ ২০১৮, ১৭:১৪

ডেস্ক রিপোর্টঃ গোলাপগঞ্জের কৃতি সন্তান,সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া কাজির বাজার এর প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।আগামী ১৬ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় ফোর্ড স্কয়ার মসজিদে অনুষ্টিতব্য এ মাহফিলের আয়োজন করেছে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি;মাওলানা সাদিকুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির ও ট্রেজারার মাওলানা আব্দুল খলিক শাহেদ মরহুমের সকল শুভানুধ্যায়ীদেরকে আলোচনা সভা দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।