লন্ডন মহানগর যুবদলের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৩ ২০২০, ০৯:৪০

উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবিলা করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লন্ডন মহানগর শাখার উদ্যোগে এক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লন্ডন মহানগর যুবদলের সভাপতি আব্দুল খয়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল খালেদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট লন্ডন বিএনপির সহ সভাপতি জনাব আকিফ আলী শিবলু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সোয়ালেহীন করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সুরমান খান, কবির মিয়া, বিভাগীয় সহ সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদ আহমেদ, যুক্তরাজ্য যুবদলের নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, যুক্তরাজ্য যুবদল নেতা সাদিক চৌধুরী, আব্দুল মুমিন চৌধুরী, ক্রয়ডন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিক ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুমন, সুলতান আহমেদ ইমন, সাহেদ আহমেদ।

জনাব আকিফ আলী শিবলু তার প্রধান অতিথির বক্তব্যে বিশ্বের করোনা পরিস্থিতি মোকাবিলা করে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে এই আলোচনা সভা আয়োজন করার জন্য লন্ডন মহানগর যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানান।

প্রধান বক্তা সোয়ালেহীন করিম চৌধুরী তার বক্তব্যে প্রিয় মাতৃভূমির ঘাড়ে ফ্রাঙ্কেস্টাইন দানবের মতো চড়ে বসে থাকা শেখ হাসিনাকে উৎখাতের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যেকোনো কর্মসূচীতে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়ার আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদল নেতা দারা মিয়া, শিপন চৌধুরী, কলিম উদ্দিন, ফলিক আহমেদ, জাহাঙ্গির আলম, শাহীন মিয়া, সাবেক সিলেট জেলা ছাত্রদলের রাহেল আহমেদ, সেন্ট আলবান্স যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবলু, লন্ডন সিটি যুবদলের সভাপতি ইমরান আহমেদ, সেক্রেটারী জাকির হুসেন, সেন্ট্রাল লন্ডন যুবদলের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদ, সেক্রেটারী আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিনহাজ চৌধুরী, ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সেক্রেটারী আবুল কাছ চৌধুরী, লন্ডন মহানগর যুবদলের আলী আহমেদ, আহমেদ হুসেন, জিয়াউল হক প্রমুখ।