লন্ডন মহানগর জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন
একুশে জার্নাল
মে ২৭ ২০১৯, ২২:২৫
১৫ জুলাই অনুষ্ঠিতব্য “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন লন্ডন ১৯” সর্বাত্মক সফল করার উদাত্ত আহ্বান
একুশে জার্নাল ডেস্ক: লন্ডনে আগামী জুলাইয়ে অনুষ্টিতব্য জমিয়তের শতবার্ষিকী সম্মেলন সর্বাত্মক সফল করতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখা আয়োজিত
আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন,মুসলিম উম্মাহর বৃহত্তম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম তার গৌরবোজ্জল শত বছর পূর্ণ করতে যাচ্ছে। শতাব্দীর গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহনকারী এ ঐতিহাসিক সংগঠনের শতবছর পূর্তি উপলক্ষে সময়ের সবচে’ বড় দাবি হলো বিশ্বজনীন এ শ্রেষ্ঠ কাফেলার র্কীতিগাঁথা বিশ্বময় ছড়িয়ে দেয়া। যাতে উম্মাহ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সঠিক রোডম্যাপের সন্ধান লাভে সক্ষম হয়। জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে আগামী ১৫ জুলাই সোমবার লন্ডনের রয়েল রিজেন্সী হল এ “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন লন্ডন ১৯” করতে যাচ্ছে।
এ ঐতিহাসিক প্রোগ্রামে বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ব জমিয়ত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। বক্তারা আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন লন্ডন ১৯” সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।
গত ২৬ মে রবিবার পূর্ব লন্ডনের আমার গাঁও রেস্টুরেন্টে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশনাথীর সভাপতিত্বে ও লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মাওলানা শামছুল আলম ও সাংঘঠনিক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদের পরিচালনায়
জনাকীর্ণ এ ইফতার মাহফিলে বৃটেনের শীর্ষ ওলামা-মাশায়েখ, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
জনাকীর্ণ এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা মুখলিছুর রহমান চৌধুরী, শায়খ মাওলানা খায়রুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ,ইউকে জমিয়তের উপদেষ্টা মাস্টার সৈয়দ ফররুখ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ছালেহ আহমদ,সাংঘঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান,খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার কেন্দ্রীয় দায়িত্বশীল হাফিজ সৈয়দ মোশতাক আহমদ, সৈয়দপুর শামসিয়া সমিতি ইউকের সভাপতি পীর আহমদ কুতুব, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সহ সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ,জয়েন্ট সেক্রেটারী শেখ মাওলানা আব্দুস সামাদ,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ,ট্রেজারার হাফিজ মাওলানা রশীদ আহমদ, মাওলানা রফিকুল হক ।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের ইফতার মাহফিলে আরো উপস্তিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ জিল্লুল হক ,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সহ সেক্রেটারী হাফিজ জিয়াউদ্দীন,সহ সাংগঠনি সম্পাদক মাওলানা নাজমুল হাসান,প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ,সহকারী প্রচার সম্পাদক সৈয়দ শুয়াইব আহমদ প্রমুখ।
ইফতার পূর্বে আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন লন্ডন ১৯” এর সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খ মাওলানা খায়রুল ইসলাম ।
দেশে দেশে হক্কানী উলামায়ে কেরামের দল জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে উল্লেখ করে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, এটাকে কাজে লাগাতে জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথে নিরলস কাজ করে যেতে হবে।
আলোচনায় বৃটেনের শীর্ষ উলামায়ে কেরাম রাজনীতিবিদ ও কমিউনিটি নেতৃবৃন্দ শান্তিময় সমাজ বির্নিমানে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার উপর গুরুত্ব প্রদান করেন ।