লন্ডন পুলিশের মত সেবা চান কিন্তু লন্ডনের নাগরিকদের মত নাগরিক হতে চান না

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১০ ২০১৯, ২০:৩০

লন্ডন পুলিশের মত সেবা চান কিন্তু লন্ডনের নাগরিকদের মত নাগরিক হতে চান না।

আমি আইন ভাঙতে পছন্দ করি। কিন্তু আমি চাই পুলিশ যেন আইনটা ঠিকমতো প্রয়োগ করে, আমি ছাড়া, এই হচ্ছে অবস্থা।

‘২০ হাজার টাকা দামের শাড়ি কেনার জন্য মিমি সুপার মার্কেটের সামনে গাড়ি ফেলে রাখে ৪-৫ ঘন্টা। ট্রাফিক আইন ভঙ্গের জন্য পুলিশ যদি ২০০ টাকা জরিমানা করে ফোনটা ধরিয়ে দেয় অনেক ক্ষমতাবান লোকের কাছে। মাত্র ২০০ টাকার জরিমানা সরকারি খাতে জমা হবে। এই জরিমানা দেয়ার ইচ্ছে নাই, অথচ ২০ হাজার টাকা দামের শাড়ি কিনি। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

জনাব মাহবুবুর রহমান স্যার।
পুলিশ কমিশনার
চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি)