লন্ডন খেলাফত মজলিসের শিক্ষাসফর ২০১৮ সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৮ ২০১৮, ০৯:২১

খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে গত ২৪ আগস্ট বৃস্পতিবার দিনব্যাপী এক শিক্ষা সফর অনুষ্টিত হয়। সকাল ৮টায় লন্ডনস্থ খেলাফত মজলিসের অফিস থেকে কেন্টের ফ্লোকস্টোন সমূদ্র সৈকতে অনুষ্ঠিত শিক্ষা সফরের আমির ছিলেন লন্ডন মহানগরী সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক ।শিক্ষা সফরে প্রধান অতিথির আলোচনা পেশ করেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব ও ইউরোপের প্রধান তত্ত্বাবধায়ক প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ।

খেলাফত মজলিস লন্ডন মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলোয়ার হুসাইনের পরিচালনায় শিক্ষা সফরের উদ্বোধনী নাসীহা পেশ করেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি ইসলামিক টিচার্স এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মাওলানা সাদিকুর রহমান ।

ইসলামী আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্যের উপর দারসে কোরআন পেশ করেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহসভাপতি ,আলকোরান রিসার্চ ফাউন্ডেশন ইউকের সভাপতি মুফতি মাওলানা হাসান নূরী চৌধুরী ।

লন্ডন মহানগরী সেক্রেটারি মোঃ আনিসুর রহমানের পরিচালনায় বিভিন্ন কর্মসূচিতে আলোচনা ও বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করেন ,খেলাফত মজলিস ইউকে শাখার সহকারী সেক্রেটারি আব্দুল করিম ওবায়েদ ,সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খান ,বায়তুলমাল সম্পাদক ও মুসলিম এইড এর ট্রাস্টি মাওলানা তায়ীদুল ইসলাম ,প্রভাষক আহ্জাবুল হক ,লন্ডন মহানগর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ফুজাইল আহমেদ নাজমুল ,মাওলানা আবুল কাশেম ,মাওলানা আমিরুল ইসলাম ,হাফিজ মাওলানা নাজমুল হক ,মাওলানা মুহাম্মদ শাজাহান ,মাওলানা জয়নাল আবেদীন মাওলানা আব্দুল হান্নান ,মাওলানা শেখ আব্দুস সামাদ ,মাওলানা ফয়েজ আহমেদ ,মাওলানা নাজমুল ইসলাম ,জয়নাল আবদিন সাখন ,মাওলানা আব্দুল আহাদ ,হাফিজ নুরুল ইসলাম ,মাওলানা আব্দুল্লাহ সাকিব ,আল মামুন হুসাইন ,শামসুল আলম ,মোহাম্মদ বেলায়াত ,মুহাম্মদ সালিক ,বুলবুল আহমেদ ,বেলাল আহমেদ ,মুহাম্মদ আলী ,সালেহ আহমেদ প্রমূখ ।

প্রধান অতিথির আলোচনায় মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন ,মুসলিম জাহান আজ চরম বিপর্যয়ের সম্মুখীন। শ্রেষ্ঠ নবীর উম্মত আজ সর্বগ্রাসী অবক্ষয়ের শিকার হয়ে বিধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। সমস্ত মুসলিম আজ শতধা বিভক্ত হয়ে পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত। মুসলিম রাষ্ট্রগুলোর পরস্পরের মাঝেই নেই ঐক্য। মুসলমানদের এই অনৈক্যের কারণেই ভ্রাতৃঘাতী দ্বন্দ সংঘাতে লিপ্ত হয়ে পড়তে দ্বিধাবোধ করছে না। সর্বত্রে মুসলমানরা আজ মার খাচ্ছে,এর প্রধান কারণ মুসলমানরা আজ খেলাফত প্রতিষ্ঠাকে দ্বীনের কাজ মনে না। এটাকে নিছক একটি রাজনীতি মনে করে ।খেলাফত মজলিস বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলিমদের মাঝে খেলাফত এর নামকে,আওয়াজকে বুলন্দ করার কাজ করে যাচ্ছে। এই কাজে শরীক হয়ে এই জমিনে শান্তি প্রতিষ্ঠার কাজে সবার স্বপ্রনোদিত হয়ে অংশগ্রন ঈমানী দায়িত্ব।