লনটেনিস খেলতে গিয়ে আহত পররাষ্ট্রমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০১ ২০২০, ০০:০৭

লনটেনিস খেলতে গিয়ে পড়ে আহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মেঘনায় লনটেনিস খেলতে গিয়ে তিনি আহত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি এখন সুস্থ আছেন। বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি দ্রুত আরোগ্য লাভে দেশব্যাপীর কাছে দোয়া চেয়েছেন।

টেনিস কোর্ট পুনরায় চালুর ওই উদ্বোধনীতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি নিজে টেনিস খেলে উদ্বোধন করতে গেলে পড়ে যান।

শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকীতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আয়োজন করেছিল।