লক্ষ্মীপুর জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
মে ৩০ ২০২২, ১৮:৩৮
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্বোধনী অনুষ্ঠান ৩০ মে (সোমবার) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা নুরেরজ্জামান মাস্টার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী দিনে রায়পুর উপজেলা- রামগতি উপজেলা বালক ও বালিকা একাদশ মোকাবেলা করে। বালিকা একাদশে রামগতি উপজেলা ২-০ গোলে জয়লাভ।এ রিপোর্ট লিখা পর্যন্ত বালক একাদশের মধ্যে খেলা চলছে। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, ক্রীড়া সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।