লক্ষ্মীপুর কলাকোপা মাদরাসার মুহতামিম মুফতি আবু বকর সিদ্দিক সাহেবের জানাযা সম্পন্ন
একুশে জার্নাল
ডিসেম্বর ১৭ ২০১৮, ১৩:৪৬
মাহমুদুল্লাহ মুহিব :লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠান রামগতি জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার মুহতামিম মুফতি আবু কর সিদ্দিক সাহেব জানাযা আজ সকাল ১০ টায় কলাকোপা মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের জানাযায় বুখারি শরীফের ব্যখ্যাগ্রন্থ কাশফুল বারীর লেখক মুফতি ইদ্রীস, লক্ষ্মীপুর বটতলী মাদরাসার মুহতামিম মুফতি মামুন বিন আব্দুল কবির,লামচরী মাদরাসার শাইখুল হাদীস মাও. আাব্দুল হান্নান,ইসলামী আন্দোলন মনোনীত লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অনরারী ক্যপটেন(অব.) ইবরাহীম,রামগতি উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহিদসহ বহু উলামায়ে কেরাম,রাজনৈতিক নেতৃবৃন্দ ও লক্ষ্মীপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন।
উল্যেখ্য,মুফতি আবু বকর সিদ্দিক সাহেব গতকাল দুপুর ১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন।