লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২২ ২০২২, ১৬:১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ২২ অক্টোবর (শনিবার) সকালে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

বিআরটিএ লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: তোহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোসেন আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন মন্টু, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) প্রবীর কুমার দাস, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী, জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি মো: শাহ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার আহবায়ক জাকির হোসেন ভৃঁইয়া আজাদ, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো: কামরুজ্জামান প্রমুখ।

এসময় বিভিন্ন পরিহন সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।