লক্ষ্মীপুরে একদিনেই ১৭জনের করোনা শনাক্ত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৭ ২০২০, ১৫:০৭

লক্ষ্মীপুরে গত একদিনেই সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।গতকাল লক্ষ্মীপুর থেকে পাঠানো ৭৯জনের সোয়াব টেস্ট করার পর এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিআইটিআইডি।এর মধ্যে জেলার রামগঞ্জের ১৩ জন,কমলনগরের ৩জন ও সদর উপজেলার ১জন রোগী রয়েছে।
এ ছাড়াও লক্ষ্মীপুরে এ পর্যন্ত সর্বমোট ৩৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রেজাল্ট পাওয়া গেছে ২০৮ জনের।এর মধ্যে ১৯ জনের পজিটিভ ও ১৮৯ জনের নেগেটিভ রেজাল্ট এসেছে।পেইনডিংয়ে আছে আরো ১৮৩ জনের রেজাল্ট।
মাহমুদুল্লাহ মুহিব/ একুশে জার্নাল