লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ১
একুশে জার্নাল
এপ্রিল ১০ ২০১৮, ১০:৫২
মাহমুদুল্লাহ মুহিব,একুশে জার্নাল:গতকাল(৯মার্চ)সকালে উপজেলার পশ্চিম চর কলাকোপা এলাকায় ফসলের মাঠ থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কোহিনূর (২০) সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের নূর করিমের মেয়ে।
নিহতের স্বজনরা বলেন, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি কোহিনূর। সোমবার সকালে খবর পেয়ে তারা ওই ফসলের মাঠে গিয়ে লাশ শনাক্ত করেন।
পরে তারা দুলাল হোসেন (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে রামগাতি থানার ওসি আরিছুল হক বলেন, “তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় দুলাল নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।”
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি আরিসুল হক।