লক্ষীপুর জেলা ছাত্র মজলিসের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৮ ২০১৯, ১৯:৪২

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস লক্ষীপুর জেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ শুক্রবার শহরস্থ মজলিস মিলনায়তনে শাখা সভাপতি এইচ এম ইউসুফ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী।

২০১৯-২০ সেশনের জন্য জেলা সভাপতি পুনঃ মনোনীত হন এইচ এম ইউসুফ আশরাফ, সেক্রেটারি পুনঃ মনোনীত হন ইয়াছিন আরাফাত হিরন।

সমাপনী অধিবেশনে নব মনোনীত জেলা সভাপতি এইচ এম ইউসুফ আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী।

নব মনোনীত জেলা সেক্রেটারি ইয়াছিন আরাফাত হিরনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাষ্টার সাইফুদ্দিন আহমদ, বৃহত্তর নোয়াখালী জোন পরিচালক মাওলানা আবু সালাইমান, জেলা সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম, ছাত্র মজলিস লক্ষীপুর জেলা সাবেক সভাপতি এইচ এম আলী আসগর, খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমতিয়াজ আহমদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন, অফিস সম্পাদক মুহাম্মদ সায়েম, প্রচার সম্পাদক মুহাম্মদ আরমান প্রমুখ।

একুশে জার্নাল/ইএম/১৮-৯