র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৬ ২০২০, ১২:১৪

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের দল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরে অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ৯৩ বোতলসহ সুকুদ্দি (২৪) কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলকুপি বিশ্বাসতলা গ্রামের ছাদেকুল ও দুলালী বেগমের ছেলে।

র‍্যাব-৫, রাজশাহী প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তার নিকট হতে ১ টি মোটর সাইকেল, মোবাইল ফোন ০১টি ও সীমকার্ড ২টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।